গাংনীতে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
এম চোখ ডট কম, গাংনী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে মতবিমিময় করছেন বীর মুক্তিযোদ্ধারা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর শাখার সাবেক দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রিয় সদস্য আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাজ আলী বলেন, নৌকা মার্কা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মার্কা, স্বাধীনতার মার্কা সেজন্য আমরা মুক্তিযোদ্ধারা নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেব। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কি কি কাজ করেছেন তা উল্লেখ করেন তিনি। সবাইকে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান মুন্তাজ আলী।