গাংনীতে পরিবেশক গ্রুপের বিশেষ সভায় বক্তারা-বাড়ছে খরচ, কমছে কমিশন
এম চোখ ডট কম, গাংনী:
গেল বছর জ্বালানি তেলের দর বৃদ্ধির ফলে প্রায় সব পণ্যে দর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শ্রমিক ও যানবাহন খরচ বেড়েছে প্রায় দ্বিগুন। এর সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে ব্যাংক ঋণের সুদের হার। এর বিপরিতে পরিবেশক ব্যবসার কমিশনা বাড়ানো হচ্ছে না। ফলে এ ব্যবসার সাথে সম্পৃক্ত সারা দেশের লাখ লাখ ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ে এক বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এতে বেশিরভাগ পরিবেশক ব্যবসায়ী লোকসান দিয়ে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছেন। অথচ পণ্য উৎপাদনকারী বা সরবরাহকারী কোম্পানীগুলো তাদের কমিশন বৃদ্ধি করছে না। কোন কোন ক্ষেত্রে কোম্পানীগুলো কমিশন কমিয়ে দিচ্ছে। তাই অনতিবলম্বে পরিবেশক ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির দাবি করেছেন গাংনী উপজেলা পরিবেশক গ্রæপের সদস্যরা।
শুক্রবার গাংনীর পূর্বমালসাদহে বশির মোল্লার নির্মানাধীন আনন্দ বিলাস রিসোর্টে পরিবেশকদের এক বিশেষ সভায় উপরোক্ত মন্তব্য করেন পরিবেশকরা।
অনুষ্ঠানে বক্তব্যে পরিবেশকরা বলেন, এ খাতে বড় ধরনের বিনিয়োগ করতে হয় পরিবেশকদের। এই পরিবেশকরাই শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সেবা দিয়ে ক্রেতাদের হাতের নাগালে নিয়ে গেছেন প্রয়োজনীয় সব পণ্য। ফলে ক্রেতারা প্রায় সকল পণ্য হাতের কাছেই পাচ্ছেন নায্যমূল্যে। তাছাড়া খাদ্য পণ্য থেকে শুরু করে প্রসাধনীসহ নানা পণ্যের বাজার স্থিতিশীল রাখার পেছনে পরিবেশকদের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, পণ্য উৎপাদনের কাঁচামালের দর বৃদ্ধির পর উৎপাদিত পণ্যের দর বৃদ্ধি করেছে কোম্পানীগুলো। অথচ ডিলারদের কমিশন রয়েছে আগের মতই। যা তাদের বিনিয়োগের সাথে লভ্যাংশের কোন সামঞ্জ্যতা নেই। ফলে মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন পরিবেশক ও তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিবেশক গ্রæপের সভাপতি মাজেদুল হক মানিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশক ব্যবসার নানা সমস্যা তুলে ধরেন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম।
অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিবেশক গ্রæপের সহ সভাপতি মোশারফ হোসেন, অর্থ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল বাকি, পরিবেশক আবু হানজেলা, রিপন হোসেন, ইনামুল হক, আরাফাত হোসেন ও কাওছার আলীসহ পরিবেশকবৃন্দ।
গুরুত্বপূর্ণ এ খাতের সমস্যাগুলো দ্রæত সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের সুদৃষ্টি কামনা করা হয় এ বিশেষ সভা থেকে।