গাংনীতে পাখিভ্যান চালকদের সাথে এমপির মতবিনিময় সভা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরে গাংনী পৌরসভা এলাকার ব্যাটারি চালিত পাখিভ্যান চালকদের সাথে মতবিনিময় সভা করেছে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গতকাল শুক্রবার বিকেলে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপুর আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন অর্ধ শতাধিক পাখিভ্যান চালক।
অনুষ্ঠানে ব্যতিক্রমী এক উদ্যোগে উপস্থিত সকলের হাতে একটি করে আম গাছের কলম চারা তুলে দেওয়া হয়। পরিবারিক ফলের চাহিদা মেটাতে বসতবাড়িতে বৃক্ষ রোপণের আহবান জানানো হয় এ অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশবাড়ীয়া গ্রামের পাখিভ্যান চালক ময়নাল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক ছাত্রলীগে নেতা সাহিদুজ্জামান সিপু, গাংনী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি, পৌর কৃষকলীগের সহ সভাপতি আলাল উদ্দীন রিন্টু, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, সাবেক ছাত্রলীগ নেতা তানভিরুল ইসলাম উজ্জল, জুবায়ের হোসেন উজ্জল ও আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদসহ নেতৃবৃন্দ।
পাখিভ্যানচালকের স্বার্থ রক্ষায় একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৫ জন করে পাখিভ্যান চালকের নাম উপস্থিত পাখিভ্যান চালকদের কাছ থেকে আহবান করা হয়। পরবর্তীতে সব পাখিভ্যানচালকদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
পাখিভ্যান চালকের সংগঠিত হতে এবং তাদের জীবন মান উন্নয়ন সব প্রকার সহযোগিতার প্রতিশ্রæতি ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।