293
এম চো|খ ডটকম,গাংনী: চলন্ত পাখি ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এলজিইডির এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে গাংনীর সাহেবনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নাজমা খাতুন (২৬) নামের ওই নারী শ্রমিক তেতুঁলবাড়িয়া দায়েরপাড়া গ্রামের আশমত আলীর মেয়ে।
তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ^াস জানান, নাজমা খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক রাস্তার কাজের জন্য সাহেবনগরে আসছিলেন। ঘটনার সময় নাজমার ওড়না পাখিভ্যানের চাকায় পেচিয়ে যায়। এসময় শ^াসরোধ হয়ে তার মৃত্যু ঘটে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।