গাংনীতে পুকুরের পানিতে গেল শিশুর প্রাণ
এম চোখ ডট কম, গাংনী:
একা একা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর। আজ শুক্রবার দুপুরে গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠলে বিষয়টি টের পান স্থানীয়রা। শিশু ফারদিন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু ফারদিন পরিবারের সদস্যদের অগোচরে একাই গ্রামের ইউনুছ আলীর পুকুরে গোসল করতে নামে। তবে ঠিকমতো সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজ করে সন্ধান পাচ্ছিলো না। এক পর্যায়ে পুকুরের পানিতে মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীদের মাধ্যেমে পরিবারের লোকজন টের পায়। স্থানীয় তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
আরও পড়ুন : ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের প্রধান শিক্ষকের ধূমপানে ছাত্রী-শিক্ষক অতিষ্ট ॥ গাংনীর কেএনএসএইচ বালিকা বিদ্যালয়