গাংনীতে পুলিশের পৃথক অভিযানে নারীসহ-৫ মাদক পাচারকারী আটক, হেরোইন উদ্ধার
এম চোখ ডটকম,গাংনী; গাংনী থানা পুলিশের পৃথক টীম শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ গ্রাম হেরোইন। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হচ্ছে- গাংনীর ছাতিয়ান পাকারপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম(২৬), আব্দুল বারির ছেলে শামীম(২২) করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন(২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী(৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ(১৯)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের পৃধক দুটি টীম অভিযান চালায়। করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ আটক করেন।
অপরদিকে কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেন।