গাংনীতে পূজা মন্ডপ পরিদর্শনে মোখলেছুর রহমান মুকুল
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল বলেছেন, এক সময়ের সাম্প্রদায়িতক চেতনা বাংলাদেশকে অনেকে পিছিয়ে দিয়েছে। সাম্প্রদায়িতকার বেড়াজাল উন্নয়নসহ সব কিছুর অন্তরায়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই বেড়াজাল ভেঙ্গে দেশের সব জাতি-ধর্মের মানুষের জন্য উন্নয়ন করেছেন। তাই সব ধর্মের মানুষ এক সাথে কাধ কাধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করছে।
শুক্রবার বিকেলে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ষোলটাকা কর্মকারপাড়া ও দাসপাড়া পূজা মন্ডপসহ এ উপজেলার বিভিন্ন গ্রামের মন্ডপ পরিদর্শনশেষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়র করেন মোখলেছুর রহমান মুকুল।
বক্তৃতায় তিনি আরও বলেন, স্ব স্ব ধর্ম পালনের ক্ষেত্রে সরকার নানাবিধ সুবিধা নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সরকারই একমাত্র সরকার; যে সরকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। মসজিদ, মাদ্রসা, গির্জা আর মন্ডপ সব ক্ষেত্রেই এ সরকারের উন্নয়নের ছোয়া রয়েছে। তাছাড়া পিছিয়ে পড়া নৃ-গোষ্টির মানুষদেরকে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে আনতে নানা কার্মক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার সরকার বহাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মুকুল।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের জন্য ধুতি উপহার ও পূজার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক মোহন, ছাত্রলীগ নেতা আবির, মশিউরসহ নেতৃবৃন্দ।