এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়ার একটি মাঠে পেঁয়াজ ক্ষেত মরে যাওয়াকে কেন্দ্র করে মালিকের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসি। জানা যায়,গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আলম হােসেন পােড়াপাড়ার মাঠে পেঁয়াজ বপন করেছেন। পেঁয়াজ বেশ বড় হয়েছে। এবং বপনকৃত পেঁয়াজের কয়েকটি গাছের গােড়া পচন লেগেছে। পচন লাগার কারণে ক্ষেত মালিক আলম হােসেন অভিযােগ করেন যে,পেঁয়াজে পােড়াপাড়ার আতিয়ার রহমান ও জাহিদ হােসেন বিষ (আগাছা নাশক) প্রয়ােগ করেছেন। যার কারণে পেঁয়াজ পচন লেগেছে। সরেজমিনে জানা গেছে,জমির কয়েকটি পেঁয়াজ পচন ধরেছে। যা পেঁয়াজ ক্ষেতে পানি বেশি দেয়ার কারণে পচন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, পেঁয়াজে এক ধরণের রােগ লেগেছে। যার কারণে পেঁয়াজ পচন ধরেছে। স্থানীয়রা জানান,ক্ষেত মালিক আলম হােসেন পােড়াপাড়ার আতিয়ার ও জাহিদকে ফাঁসানাের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। যা আদৌ সত্য নয়। পেঁয়াজ ক্ষেত পরীক্ষা করলে,বােঝা যাবে পেঁয়াজে কি কারণে পচন ধরেছে। আতিয়ার ও জাহিদ নিরীহ মানুষ। দিন আনে দিন খায়। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া মানেই হয়রানি করা হচ্ছে। ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য ফিরােজ আহমেদ জানান,আলম হােসেন যে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তা প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত করলে,প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে। এদিকে,আলম হােসেনকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে,তিনি কিছুই জানেন না বলে জানান। তবে সাংবাদিকদের কাছে মুখ না খুললেও তিনি গাংনী থানায় আতিয়ার ও জাহিদ হােসেনের নামে একটি অভিযােগ করেছেন। এলাকার একাধিক ব্যক্তি জানান,পেঁয়াজ পচন ধরেছে। অথচ আলম হােসেন শক্রতা করে এমন অভিযোগ দিচ্ছেন যার কোনো সত্যতা নেই।
গাংনীতে পেঁয়াজ গাছ মরাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযােগ
212
previous post