225
গাংনীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে। আজ সোমবার (১ মে) সকালে উপজেলার পিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিদ্দীকের ছেলে লিমন হোসেন (২০), আইনাল হোসেনের স্ত্রী শিল্পী খাতুন (২৪) ও অপর পক্ষের আলতাব হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৮)। আহত শিল্পী জানান, আমি সরকারি ১ শতক খাস জমিতে ঘর তৈরির সময় মাহফুজ ও তার লোকজন বাধা প্রদান করে, আমরা প্রতিবাদ করতে গেলে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। আহত মাহফুজ জানান, লিমন একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায় সময় মাদক সেবন করে বিভিন্ন ব্যক্তির ওপর হামলা করে থাকে। আজও মাদক সেবন করে এসে আমাদের উপর হামলা চালায়। স্থানীয়রা জানান, শিল্পী একজন অসহায় নারী। বিয়ের কিছুদিন পর তার স্বামী তাকে রেখে নিরুদ্দেশ হয়েছে। সে এক শতক সরকারি খাস জায়গার উপরে বসত ঘর নির্মাণ করছিলেন। এ সময় মাহফুজ ও তার লোকজন হামলা চালিয়ে শিল্পীসহ কয়েকজনকে আহত করে। স্থানীয়দের সহায়তায় আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত-পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Write to Mir Shamim