গাংনীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রধান অতিথি হিসেবে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ট্রেনিং অফিসার ডাঃ শেখ মোঃ মশিউর রহমান ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৫০ টি স্টলের মাধ্যমে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন রকম প্রাণীর প্রদর্শন করা হয়।
আরও পড়ুন : ‘দেশের প্রাণিসম্পদ খাত সারাবিশ্বের দৃষ্টান্ত হবে’ গাংনীতে ওরিয়েন্টেশন কর্মশালা শুধু স্বাক্ষরে সীমাবদ্ধ!