239
এম চোখ ডটকম, গাংনী :
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যে গাংনীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।