এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়া মাঠে আসাদুল ইসলাম ওরফে কালু মিয়া নামের এক কৃষকের ১০ কাঠা জমির লাউ ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ মে) দিবাগত রাতে দুর্বৃত্তরা লাউয়ের গোড়া উপড়িয়ে ও কেটে বিন্ষ্ট করে। এতে ওই কৃষকের অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষক আসাদুল ইসলাম কালু পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। ভুক্তিভোগী কৃষক জানান, তিনি একজন বর্গাচাষী। গ্রামের বাচ্চু মাষ্টারের কাছে থেকে ১০ হাজার টাকায় জমিটি লিজ নেন। ২৫ হাজার খরচ করে তিনি লাউ আবাদ করেন। ইতিমধ্যে লাউ গুলো বাজারজাত শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় ক্ষেত থেকে তিনি বাড়ি যান। আজ শনিবার (৬ মে) সকালে তিনি জমিতে গিয়ে দেখেন লাউ গাছের গোড়া মাটি থেকে উপড়িয়ে ও কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, তার সাথে কারো কোনো শত্রুতা নেই। কি কারণে ক্ষেত নষ্ট করা হয়েছে তা তিনি ধারণা করতে পারছেন না। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই কৃষক অভিযোগ করলে বিষয় তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গাংনীতে ফসলের সাথে এ কেমন শত্রুতা
183