গাংনীতে ফসলের সাথে শত্রুতা
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুর গাংনী উপজেলায় জুগিন্দা গ্রামের মাঠে আজান গ্রামের আদম আলীর নেতৃত্বে বিভিন্ন ফসল তসরুপ করার অভিযোগ উঠেছে। এসময় ফসল তসরুপে গ্রামের মহিলারা নিষেধ করলে তাদেরকে মারধরও করেছে অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
আজ শনিবার দুপুরে জুগিন্দা গ্রামের মাঠে এ ফসল তসরুপের ঘটনা ঘটে।
জুগিন্দা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, আমার প্রতিবেশীর সাথে স্থানীয় আজান গ্রামের আদম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু আদম আলীর নেতৃত্বে তারা জুগিন্দা মাঠে এসে তাণ্ডব চালিয়েছে আমার জমির ঝালক্ষেত, একই এলাকার কমেদ আলীর ছেলে চাঁদ আলীর আমগাছ, মজিবারের ছেলে সেরেকুলের পাটক্ষেত তসরুপ করে।
আরও পড়ুন : সিলেটে পানিবন্দী এলাকায় ভ্যানের ৫০ টাকার ভাড়া হয়েছে এক হাজার টাকা
তাছাড়াও বিরোধপূর্ণ দিন মোহাম্মদের ছেলে জমিরুল ইসলামের জমিতেও বিভিন্ন প্রজাতির বিদেশী ঘাস কোদাল দিয়ে উপরে দেয়। জুগিন্দা গ্রামের প্রত্যাক্ষদশী খুঁদি মন্ডলের ছেলে জানান, আজান গ্রামের সুন্নত আলীর ছেলে আদম আলীর নেতৃত্বে ইসলাম, ও লিটনসহ আরও কয়েকজনের একটি সংঘবদ্ধ দল জুগিন্দা গ্রামের মাঠে এসে তান্ডব চালায়। মহিলারা নিষেধ করলে তাদেরকেও মারধর করে। এব্যাপারে গাংনী থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকজন।
গাংনী থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : আরও পড়ুন “লোকটার বুক পকেটে অহংকার ছিল” নাটক মঞ্চায়িত