গাংনীতে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
মেহেরপুরের চোখ ডটকম,গাংনী;
“To Change the System ” এই শ্লোগান ধারণ করে মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় বারের মতো সায়েন্স স্কোয়াডের আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী স্থানীয় বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে প্রধান অতিথী ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী।
বিআর লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে ক্যাটাগরি এ ৬ষ্ঠ থেকে ৮ম ক্যাটাগরি বি ৯ম থেকে ১০ম এবং ক্যাটাগরি সি একাদশ থেকে দ্বাদশ এ পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।