গাংনীতে ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে র্যাব
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে এ অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ পলাশ আহম্মেদ (২৯) নামের এক জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আটক পলাশ আহম্মেদ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মিনাজ আলীর ছেলে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প সুত্রে জানা গেছে, ফেনসিডিল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন গাংনী ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ পলাশ আহম্মেদকে আটক করে র্যাব ক্যাম্পে আনা হয়। ফেনসিডিল ছাড়াও তার কাছ থেকে মাদক কেনাবেচনার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জানা গেছে, আটক পলাশ আহম্মেদের নামে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা।