এম চোখ ডট কম, গাংনী: ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে গাংনীর আকুবপুর চেকপোস্টে গাংনী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী বামন্দী বাস স্ট্যান্ডপাড়ার মৃত রেজাউল ইসলামের ছেলে আলামিন (৩৮) ও একই পাড়ার আফিরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম ওরফে জাব্বার (৩৫)। পুলিশ সুত্রে জানা গেছে, গাংনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় একাধিক অভিযান টিম নিয়ে আকুবপুর চেকপোস্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে গ্রেফতার হওয়া দু’জন একটি মোটর সাইকেল নিয়ে দ্রুত চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। পুলিশের অভিযান দলটি কৌশলে তাদেরকে থামাতে সফল হয়। এসময় তাদের বহনকৃত অফিসিয়াল একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বহনের অপরাধে তাদেরকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ। গাংনী থানার এসআই কামরুজ্জামান, এসআই আজাদ, এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে উপস্থিত ছিলেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার হওয়া দু’জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনসিডিল বহনের অপরাধে তাদের নামে থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলার আসামি হিসেবে রোববার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
229
previous post