এম চোখ ডটকম, গাংনী: ফেনসিডিল পাচারের দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৭৫ বোতল ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল। এরা হচ্ছে- কুষ্টিয়ার চকদৌলতপুরের মনজেল শেখের ছেলে ময়নাল শেখ (২৭) ও একই উপজেলার কৈপাল গ্রামের মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান(২৮)। বৃহষ্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী থানা পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে নের্তৃত্বদানকারী এসআই জহির জানান, কাজীপুর সিমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তিনি ও সঙ্গীয় ফোর্স রামনগর বাজারে অবস্থান নেন। ঘটনার সময় একটি মোটর সাইকেল যোগে ময়নাল শেখ ও মেহেদী হাসান ফেনসিডিল বহন করছিল। তাদের কাছে থাকা ব্যাগে ফেনসিডিল পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলাসহ শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, মাদক পাচারকারীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গডফাদারের নাম প্রকাশ করেছে। তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।