478
গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ দুজন আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়ছে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা। মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু সাপেক্ষে ওই মামলার আসামী হিসেবে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, গভীর রাতে উপজেলার খাসমহলে অভিযান চালানো হয়। এ সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলামকে (২৮) আটক করা হয়। সে ওই গ্রামের সুরমান আলীর ছেলে। এদিকে পুলিশের অপর একটি টীম কাজিপুর হাজীপাড়ায় অভিযান চালায়। এসময় গ্রামের খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলামকে (৫২) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।