গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
এম চোখ ডট কম, গাংনী:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নয়টার দিকে মেহেরপুরর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগরের গাংনীস্থ কার্যালয়ে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমে, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জামিরুল ইসলাম টিক্ক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসে, ষোলটাকা ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, রাইপুর ইউপি সদস্য রাজু আহমেদসহ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।