গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে তিনটায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গাংনী পৌর একাদশ ও মটমুড়া ইউনিয়ন একাদশের খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পচু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরনী।