681
গাংনীতে বজ্রপাতের দিনমজুরের মৃ-ত্যু
এম চোখ ডটকম, গাংনী: গাংনী উপজেলার বাথানপাড়া মাঠে ধান রোপন করার সময় হঠাৎ বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু ঘটেছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। ঐদিনমজুরের নাম জাব্বারুল (২৭)। গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের মৃত আবদাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, জাব্বারুল সহ কয়েকজন দিনমজুর মাঠে ধান রোপন করছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান জাব্বারুল।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু।