এম চোখ ডটকম, গাংনী :
আসন্ন রমজান মাসকে সামনে রেখে গাংনীতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে কাঁচাবাজারসহ বিভিন্ন দোকানে এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
রমজানেও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের নেতৃত্বে বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জুরাইস ইসলাম, গাংনী থানা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমানসহ পুলিশের একটি টীম। পরিদর্শনকালে মরিচ, পেঁয়াজ, সবজি, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। মূল্য তালিকা সঠিক না থাকায় শেখ ভান্ডারের সত্বাধীকারী রওশ কবি মন্টুকে ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজার স্থিতিশীল রাখতে এই বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।