মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
গাংনী শহরের কাথুলী মোড়ে বাসের চাকারতলে পড়ে শরিফুদ্দীন (৫০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রধান সড়ক থেকে কাথুলী সড়কে প্রবেশের সময় অসাবধানতাবশত বাসের সাথে ধাক্কা লেগে চাকারতলে পড়েন ওই শিক্ষক।
নিহত শরিফুদ্দীন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহর ছেলে ও শোলমারী বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
জানা গেছে, গাংনীতে যাত্রীবাহী স্কুল শিক্ষক শরিফুল ইসলাম(৫০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গাংনী কাথুলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর স্থানীয়রা জানান, গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রæতগামী হাজি রাবেয়া (যার লাইসেন্স নং- মেহেরপুর-জ-১১০০৬) পরিবহনের একটি ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে খলিশাকুন্ডি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক যাত্রীবাসকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটক এ চেষ্টা করতে পুলিশ।
125