গাংনীতে বিএনপির উদ্যোগে দো’আ মাহফিল
এম চোখ ডট কম, গাংনী:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামানায় মেহেরপুরের গাংনীতে বিএনপির উদ্যোগে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৃর্বমালসাদহ প্রাথমিক বিদ্যালয়ে চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরুদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কমিশনার সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও ৮ নং ওয়ার্ড সাবেক কমিশনার এনামুল হক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক আব্দুল গাফ্ফারসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।