গাংনীতে বিএনপির প্রস্তুতি সভা
এম চোখ ডট কম, গাংনী :
আগামি ১১ ফেব্রুয়ারী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসুচী সফল করতে মেহেরপুর গাংনী বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসুচীতে নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চেষ্টা করছেন নেতৃবৃন্দ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ধানখোলা ইউনিয়নের ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখেরুজ্জামান।
উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু ও আব্দুল আওয়াল, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, ধানখোলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব এনামুল হক, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদল আহবায়ক সাজেদুর রহমান, গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি রানা আহম্মেদ ও সাধারণ সম্পাদক মানিক রসুলসহ নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার এ আন্দোলনে শান্তিপূর্ণ পরিবেশে অংশ গ্রহণ করে যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদীপ্রেমী সকলের প্রতি আহবান জানান বিএনপি নেতারা।