গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল
এম চোখ ডট কম, গাংনী:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে একটি মামলায় দণ্ড দেওয়ার প্রতিবাদে মেহেরপুরের গাংনী শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (০২ আগস্ট) সন্ধ্যায় গাংনী হাসপাতাল বাজার এলাকায় বিক্ষাভ মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতৃবৃন্দ।
গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক হয়ে মহিলা কলেজ মোড় ঘুরে কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়। সেখানে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্যে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, দুর্নীতির মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। যা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ বিশেষ। তবে এসব মামলা আর হামলা করে জাতীয়বাদী জনতাকে দমিয়ে রাখা যাবে না। বিএনপির এক দফা এক দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপির চলমান আন্দোলন সংগ্রাম সফল করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান আসাদুজ্জামান বাবলু।
প্রতিবাদী সমাবেশে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, পৗর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ইমন, পৌর জাসাস সাধারণ সম্পাদক সুরেলী আলভী, কাজিপুর ইউনিয়ন যুবদরের সাধারণ সম্পাদক বকুল হোসেন ও গাংনী পৌর ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।