806
গাংনীতে বিএনপি নেতা মেঘলা গ্রেফতার
এম চোখ ডটকম,গাংনী:
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশ মেঘলাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। এর আগে গেল রাতে তাকে জিজ্ঞাবাদের জন্য থানায় নেয় পুলিশ।
মকবুল হোসেন মেঘলা গাংনী বাজার পাড়ার মৃত ওয়াজ মন্ডলের ছেলে ।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আরিফ নামের এক কসাইয়ের সাথে অর্থনৈতিক লেনদেনের ঘটনার মামলায় তাকে গ্রেফতার গ্রেপ্তার করেছে পুলিশ। এব্যাপারে আরিফ কসাই গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতের সোপর্দ করা হয়েছে।
তবে এ বিষয়ে মকবুল মেঘলার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।