672এম চোখ ডটকম,গাংনী: মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালিন সময়ে জেলা ছাত্র দলের সভাপতি নাজমুল হক (২৭) ও ছত্রদল কর্মী নাঈমকে (১৮) আটক করেছে পুলিশ। আজ বিকেলে গাংনী শহরের কাথুলীমোড় থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র দল। মিছিলটি কিছুদুর অগ্রসর হলেই পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় আটক করা হয় তাদের।
গাংনীতে বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্র দল সভাপতি সহ আটক-২
previous post