গাংনীতে বিজ্ঞান উৎসবে জাতীয় বিজ্ঞান জাদুঘরের পরিচালক ।। বিজ্ঞান মনস্ক জাতী গঠনে এমন আয়োজন ইতিবাচক
এম চোখ ডট কম, গাংনী:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ.কে.এম লুৎফর রহমান সিদ্দীক বলেছেন, বিজ্ঞান মনস্ক ব্যক্তিকে কোন কাজ করতে দিলে তিনি নানা প্রশ্ন করবেন; ধরুন একজন মানুষ জমিতে সার প্রয়োগ করবেন। তিনি বিজ্ঞান মনস্ক ব্যক্তি হলে কেন দিব? কতটুকু দিব? সার দিলে কী হয় ? এমন নানা প্রশ্নের উত্তর নিশ্চিত হওয়ার পরই জমিতে সার প্রয়োগ করবেন এবং তা হবে পরিমিত। এর মাধ্যমে একটি সময়োপযোগী যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ফসলের যেমনি উপকার হবে তেমনি খরচও সাম্রয় হবে। এটাই হচ্ছে বিজ্ঞান মনস্ক ব্যক্তির সাথে অন্য মানুষের পার্থক্য। তাই ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা কর্মজীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আজকের এই উৎসব বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (২৪ জুন) গাংনী মহিলা কলেজে আয়োজিত বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, রাজধানী থেকে অনেক দূরের প্রত্যন্ত অঞ্চলে গাংনী গণিত পরিবার বিজ্ঞানের যে আলো জে¦লেছে তা সারা দেশের মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের আয়োজনে ভবিষ্যতে গাংনী গণিত পরিবারকে আরও বেশি সহযোগিতার আশ্বাস দেন সরকারের যুগ্মসচিব এ.কে.এম লুৎফর রহমান সিদ্দীক।
গাংনী গণিত পরিবারের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী গণিত পরিবারের সভাপতি সাঈফ হাসান কৌশিক। আবির সাফি বিন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান উৎসব আয়োজক কমিটির আহবায়ক মাহবুব হাসান তন্ময়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতু, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।
উৎসবে বিজ্ঞান ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শণী, স্পট কুইজ ও প্রশ্ন উত্তর পর্ব ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট, সনদ, বিজ্ঞান বাক্স ও টিশার্ট বিতরণ করা হয়। উৎসবে মাধ্যমিক পর্যায়ে প্রায় এক হাজার ছাত্রছাত্রী অংশ নেয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে অনুষ্ঠানে যুক্ত হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ দুটি বাস। যেখানে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রযুক্তি ও বিজ্ঞানের নানা প্রজক্টের খুটিনাটি। আরেকটি বাসে ৪-ডি মুভি বাসে দেখানো হয় বিজ্ঞানের উৎকর্ষতার বিভিন্ন কন্টেন্ট।
আরও পড়ুন : গাংনীর ৩০৯টি পরিবারের মাঝে জিআর চাউল বিতরণ পুনর্বাসন কেন্দ্রে ধুমধামে বিয়ে হলো তামান্না-রহিমার