910
গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে চা দোকানির মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্টে আওলাদ হোসেন (৬০) ওরফে জল্লাদ নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় আড়পাড়া বাজারে চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আওলাদ হোসেন ও তার ছেলে আড়পাড়া বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন। রোববার সন্ধ্যায় দোকানের টিনের সাথে বিদ্যুতায়িত ছিল। চেয়ারে বসে টিনের সাথে স্পর্শ হওয়ায় গুরুতর আহত হন জল্লাদ। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে নিয়ে গাংনী উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হয়।