গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু
এম চোখ ডটকম,গাংনী: বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পষ্টে মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ধানের জমিতে সেচ দেওয়ার সময় আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সেচ দেওয়া শেষ হওয়ায় তিনি সেচ পাম্প বদ্ধ করতে গিয়েছিলেন। সুইচে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।