234
গাংনীতে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
এম চোখ ডট কম, গাংনী: এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে; প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে প্রণোদনা কর্মসূচি আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে এ উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) নাদীর হোসেন শামীম। স্বাগত বক্তব্যে প্রাণোদনার বিষয়ে সরকারের লক্ষ্য উদ্দেশ্যে তুলে ধারেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ কৃষকবৃন্দ।