গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে ধর্ষণ, আত্নগোপনে ধর্ষক
এম চোখ ডটকম, গাংনী:
টাকার প্রলোভন দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এক নারীকে ধর্ষণ করেছে কাউছার আলী নামের এক চা বিক্রেতা। স্থানীয়দের গণপিটুনির পরপরই আত্মগোপন করেছে সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই নারীর পরিবার। ঘটনাটি ঘটেছে গেলো শনিবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ মিয়াপাড়ায়।
স্থানীয়রা জানান, শনিবার রাতে কাউছারের গতিবিধি ছিল সন্দেহজনক। রাতের বেলা ওই নারীকে নিয়ে মাঠের দিকে যাবার সময় কাউছারকে দেখে সন্দেহ হয় অনেকের। পরে কয়েকজন লোক তার পিছু নেয়। ঘটনাস্থলে পৌছানের আগে দুজন দাড়িয়ে ছিল। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ধরা পড়ে কাউছার। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় ও ওই নারীকে বাড়ি নিয়ে আসেন। ধর্ষনের ঘটনাটি জেনে যায় গোটা গ্রাম। সমাজপতিরা কাউছারের বাড়িতে গেলে সে পালিয়ে যায়।
ওই নারীর পরিবার জানায়, সে (ওই নারী) এ বিশেষ চাহিদা সম্পন্ন। প্রতিদিনের মতো তাকে খাওয়ানোর পর ঘুমাতে বলা হয়। বাড়ির লোকজন যে যেমন তেমনভাবে ঘুমিয়ে পড়ে। পরে গ্রামের লোকজন তাকে সাথে করে নিয়ে আসে আর ধর্ষনের কথা জানায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান তারা।