গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
এম চোখ ডট কম, গাংনী:
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করি” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।