গাংনীতে বিশ্ব মা দিবস পালিত
এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবস টি উপলক্ষে আজ রোববার বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানিসক বিকাশসহ জীবনের সফলতা আসে মায়ের হাত ধরে। মায়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিত পরম মমতায় মাকে আগলে রাখা।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।