এম চোখ ডটকম,গাংনী :
মেহেরপুরের গাংনীতে বি আর লাইসিয়াম স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠান মূলত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।
মেহেরপুর জেলার বিশিষ্ট নারী নেত্রী ও বি আর লাইসিয়াম স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্যদ সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক এনামুল হক।
বক্তব্য রাখেন পরিচালনা পর্যদের সদস্য ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালনা পর্যদ অন্যতম সদস্য বশির আহম্মেদ মোল্লা, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান ও বাদশা মিয়া, তেরাইল জোড়পুকুরিয়া কলেজ অধ্যক্ষ মাসুম-উল হক মিন্টু, গাংনী বিএম কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গাংনী মহিলা কলেজ প্রভাষক মহিবুর রহমান মন্টু, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষক কামাল হোসেন, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সমাজসেবক সাইফুল ইসলাম, সাংবাদিকা রফিকুল আলম বকুল, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালের সহকারি শিক্ষক রজব আলীসহ অভিভাবকবৃন্দ।
ইংরেজী ভার্সন এই শিক্ষা প্রতিষ্ঠানটির এগিয়ে চলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন অভিভাবকবৃন্দ।
গাংনীতে বি আর লাইসিয়াম স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ
221
previous post