গাংনীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত ॥ শিশুসহ জখম চারজন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। শুক্রবার দুপুরে পৌর এলাকার চৌগাছা গ্রামে কুকুরের কামড়ে জখম হয়েছেন শিশুসহ চারজন। জখম হওয়া শিশু ও বৃদ্ধকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় সবাইকে ছুটতে হচ্ছে মেহেরপুর জেনারেল হাসপাতালে। কুকুর নিধনে আইনগত কোন অধিকার না থাকায় একমাত্র টিকা নেয়ায় এর সমাধান বলে জানিয়েছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দেয়া তথ্যানুযায়ি শুক্রবার চারজন কুকুরের কামড়ে জখম হয়েছেন। রাস্তা দিয়ে চলাচলের সময় এদেরকে কুকুরে কামড় দেয়। এরা হচ্ছে- পৌরসভার চৌগাছার মুজাহিদ (২), পচা মণ্ডল(৭৫), রাইহান(৬) ও সামিউল(৪)। জখম শিশু ও বয়স্কদেরকে স্থানীয়রা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ও মেহেরপুর জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন।
বৃদ্ধ পচা মণ্ডল জানান, তার নাতি মুজাহিদসহ কয়েকজন শিশু খেলা করছিল। এসময় কুকুরের দল তাদের উপর আক্রমন করে এবং কয়েকটা কুকুরে তার নাতি মুজাহিদকে কামড় দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। এসময় তাকে রক্ষা করতে গেলে তার উপরে কুকুরের দল আক্রমন করে।
গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান, কুকুর নিধন করা আইনগতভাবে নিষেধ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। আবার পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় সবাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হচ্ছে।