343
গাংনীতে বোমা ও চিরকুট উদ্ধার
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীতে বোমা ও চিরকুট উদ্ধার। গাংনী পৌরসভার উপজেলার চৌগাছা গ্রামের আনিসুর রহমান শেখের বাড়ির সামনে একটি বোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাতটার দিকে স্থানীয়দের খবরের গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, আনিসুর রহমানের বাড়ির সামনে লাল টেপ মোড়ানো বোমা ও চিরকুট দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন স্থানীয় জনতা। এ সংবাদের ভিত্তিতে বোমা ও চিরকুট উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বোমাটি পানি ভর্তি বালতিতে চুবিয়ে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ভয়-ভীতি প্রদর্শনের জন্য এমনটি করা হয়েছে। এই ঘটনার সাথে ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।