399
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা
এম চোখ ডট কম, গাংনী : মেহেরপুরের গাংনী বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বুধবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা করা হয়। জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্মরণিকা শপিং মল মার্কেটের স্মরণিকা কসমেটিকস দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসময়ে কাথুলী মোড়ে অবস্থিত হুদা মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।