গাংনীতে ভ্যানচালক হত্যা মামলার পিতা-পুত্র গ্রেপ্তার
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীর মোহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১ মে) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মহাম্মদপুর গ্রামের গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল সকালে চাচাতো ভাই ও ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয় ভ্যান চালক আব্দুল আলীম। একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল আলীমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহার নামীয় আসামী হচ্ছেন পিতা সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। এরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়র বাড়ি অবস্থান করছিল। এদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। দুজনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ।