গাংনীতে ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে ভ্যান চালকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ এএসএম নাজমুল হক সাগর।
জাগো মেহেরপুর এর আয়োজনে এবং বিশ্বাস পরিবার, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা, সচিন্দ্রনাথ ফাউন্ডেশন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় ভ্যান চালকদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, জাগো মেহেরপুরের সদস্য সচিব শোয়েব রহমান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।
অনুষ্ঠানে ২৫০ জন ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়েছে।