359
এম চোখ ডটকম,গাংনী:: মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্তকরন কম্র্সূচীর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পিতিবার সকাল ১০টায় গাংনী উপজেলা মৎস কর্মকর্তা খন্দকার সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস কর্মকর্তা রোকুনোজ্জামান,গাংনী উপজেলা কৃষি কম্র্কর্তা লাভলী খাতুন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২০২২-২০২৩অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাভূমি,প্্রাতিষ্ঠানিক জলাশয়সহ ৯টি পয়েন্টে বিভিন্ন প্রজাতির ৩৫৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।