গাংনীতে মাদকাসক্তের ব্যাক্তির হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার খড়মপুরে মাদকাসক্তের হামলায় তোহিদুল ইসলাম তৌহিদ (৪০) নামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় খড়মপুর-ভাটপাড়া ব্রিজের উপর এ ঘটনা ঘটে। তৌহিদ ধানখোলা ইউপি সদস্য খড়মপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, খড়মপুর গ্রামের ইমাদুল ফকিরের ছেলে তারিক(৩৫) দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসেছে। সে একটি মামলায় কিছুদিন আগে জামিনে বের হয়ে আবারও বেপরোয়া চলাচল ও প্রকাশ্যে মাদক সেবন করতে থাকে। আজ সন্ধ্যায় খড়মপুর ভাটপাড়া ব্রিজের উপরে মাদক সেবন করা অবস্থায় দেখে তৌহিদুল তাকে নিষেধ করলে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কোপাতে থাকে। এসময় আহত তৌহিদুল ইসলাম তৌহিদকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।