এম চোখ ডটকম,গাংনী: মাদক পাচারকারীদের ধরতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক বহন করা মোটরসাইকেলসহ ১৪৬ বোতল ফেন্সিডিল।ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা ৩টার দিকে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা গ্রামে অবস্থান নেন। মাদক বহনকারীদের চ্যালেঞ্জ করে মোটরসাইকেল থামানোর নির্দেশ করে পুলিশ । এ সময় পুলিশ দেখে মাদক পাচারকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে। ,ভাঙ্গাচোরা রাস্তা হওয়ায় পথিমধ্যে উপজেলার মহাম্মদপুর এলাকায় মাদক কারবারীদের মোটরসাইকেলের সাথে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুটি মোটরসাইকেল সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেল ও ফেন্সিডিল ফেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। গুরুতর আহত হয় তানভীর ও তোহিদ নামের দুই পুলিশ সদস্য। স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এরমধ্যে কনস্টেবলতানভীর হোসেনরঅবস্থা আশংকাজনক।
গাংনীতে মাদক পাচারকারীকে ধরতে গিয়ে দুর্ঘটনায় দুই পুলিশ আহত
999
previous post