গাংনীতে মুকুলের বিশাল মোটরসাইকেল শোডাউন- সকল ভেদাভেদ ভুলে নৌকার ছায়াতলে সমবেত হওয়ার আহবান
এম চোখ ডট কম, গাংনী: সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থকদের এক কাতারে সমবেত হওয়ার আহজান জানালেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার উন্নয়ন প্রচারণায় মোটরসাইকেল শোডাউনে তিনি এ আহবান জানান। বিকেলে মোখলেছুর রহমানের গাংনী থানা সড়কের বাস ভবনে সামনে থেকে শোডাউন শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মোটরসাইকেল কার্যত বিশাল সমাবেশে রুপ নেয়। শোডাউন শুরু থেকে গাংনী মহিলা কলেজমোড় পর্যন্টত পায়ে হেঁটে তাতে অংশ নেন মুকুল। এসময় তিনি বলেন, আজ প্রথম নির্বাচনী প্রচারণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমার এ শোডাউন। দল যাকে মনোনয়ন দেবে আমরা সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করব। কারণ সকল সিদ্ধান্তের মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগ শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি যাকে মনোনয়ন দেবেন তাকেই আমরা বিজয়ী করব। আজকে আমার এই মোটরসাইকেল শোডাউনে যাদের দেখছেন তারা উপজেলার যতটা ভোট কেন্দ্র রয়েছে সকল কেন্দ্রের আওয়ামী লীগের নেতাকর্মী। যারা নৌকা প্রতীক বিজয়ী করতে সব সময় অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাদের মাধ্যমেই আগামী নির্বাচনে আমরা ভোটের মাঠে কাজ করব। সরকারের উন্নয়ন তুলে ধরে মোখলেছুর রহমান মুকুল আরও বলেন, বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে আওয়ামী লীগ সরকার। রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র, পদ্মা সেতু, বিভিন্ন ফোর লেন রাস্তা, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল ও ঢাকায় মেট্রো রেলের মত প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। তাছাড়াও নানামুখী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের নানা রকম সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। একদিকে যেমন জীবনযাত্রার মান বেড়েছে আবার অন্যদিকে ডিজিটাল মাধ্যমের কারনে জীবন অনেক সহজীকরণ হয়েছে। ফলে এই সরকারকে সাধারণ মানুষ ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশাল এ মোটরসাইকেল শোডাউন বের হয়ে গাংনী থেকে প্রথমে গাড়াডোবে পথসভায় বক্তব্য দেন মোখলেছুর রহমান মুকুল। এরপর সাহারবাটি এবং গাংনী শহর হয়ে খলিশাকুন্ডি পর্যন্ত শোডাউন করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে বিভিন্ন সড়ক ঘুরে গাংনী শহরে ফিরে মোটর সাইকেল শোডাউন সম্পন্ন হয়। শোডাউনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দীন, মটমুড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল বারি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি মোহন, সাধারণ সম্পাদক ডালিম রানা, ছাত্রলীগ নেতা আবিরসহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।