গাংনীতে মেহেরপুর জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আজিজুল ইসলাম ও তাঁর সহধর্মিণী দেওয়ান ফেরদৌস আরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
ইউএনও সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। জেলা প্রশাসরে স্বলকালীন কর্মময় সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম শফিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাদিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাথূলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইয়েন ছেপু, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইনসহ জনপ্রতিনিধি, সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বদলীজনিত কারণে মেহেরপুর জেলা ছেড়ে মন্ত্রণালয়ে যাচ্ছেন মোহাম্মদ আজিজুল ইসলাম।