505
গাংনীতে মোটরসাইকেল-আলমসাধু দুর্ঘটনায় এক ব্যক্তি আহত
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী আখ সেন্টারের সামনে মোটর সাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত পণ্য পরিবহন যান আলমসাধুর দুর্ঘটনায় টুটুল হোসেন (৪৫) নামের এক মোটর সাইকেল চালক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত টুটুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুটুল হোসেন গাংনী পৌরসভাধীন বাঁশবাড়ীয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
জানা গেছে, আখ সেন্টারের পাশে কাজ শেষে রাতে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন টুটুল হোসেন। এসময় পেছন থেকে আসা পণ্য পরিবহনের একটি আলমসাধুর সাথে তার ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে রক্তাত্ব জখম হন টুটুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।