গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-২
এম চোখ ডটকম,গাংনী গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বুধবার রাত আটটার দিকে গাংনী হাসপাতাল বাজারের পোষ্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন গাংনী পৌরসভা ৪নং ওয়ার্ড চৌগাছার রেজাউল হক (৬০) এবং মেহেরপুর মল্লিক পাড়ার কিয়ামদ্দীনের ছেলে ডালিম(২৩)।
স্থানীয়রা সুত্রে জানা গেছে,মেহেরপুর মল্লিক পাড়ার ডালিম হোসেন গাংনী বাজার থেকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে মেহেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে হাসপাতাল বাজারের পোষ্ট অফিস এলাকায় পৌঁছালে রাস্তা পার হবার জন্য দাড়িয়ে থাকা রেজাউল হককে সজোরে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ান তিনি। স্থানীয়রা আহত অবস্থায় রেজাউল হক ও মোটরসাইকেল চালক ডালিমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। রেজাউল হকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।