গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক-ব্যাংকার আহত
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন (৫০) ও সোনালী ব্যাংক জোরপুকুরিয়া শাখার অফিসার রাফিউল ইসলাম রাসেল (৪০) আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংড়া মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দীন আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।
তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বিডি দাস।
রিয়াজ উদ্দিন আহমেদ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১ নং এলাকা পরিচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন আহমেদ গ্রামের বাড়ি থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। রাসেল আহমেদ জোড়পুকুরিয়া বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। চ্যাংড়া মাঠের মধ্যে পৌঁছলে দুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। তাদের মোটরসাইকেল দুটি ভেঙ্গেচুরে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাসেলকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হলেও রিয়াজউদ্দিন আহম্মেদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসকরা।