গাংনীতে মোটর সাইকেল ছিনতাই
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর মাঠের মধ্যে মোটর সাইকেল ছিনতাই হয়েছে। সোমবার (২৯ জানুঃ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটর সাইকেল চালক আশিককে বেঁধে রেখে তার এপাচি আরটিআর মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।
স্থানীয় সুত্রে জানা গেছে, কল্যাণপুর গ্রামের রফিকুল দফাদারের ছেলে আশিক ট্রাক্টর ট্রলিতে মাটির ব্যবসা করেন। সকালে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে মাটি বহনের কাজে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কল্যাণপুর-ঝোড়াঘাট মাঠের মধ্যে চার জন্য তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। চার ছিনতাইকারীর মধ্যে দুজন তাকে বেধে রাখে। বাকি দুজন মোটর সাইকেল নিয়ে নিরাপদে চলে যাওয়ার পর তাদের কাছে কল দেয়। এসময় ওই দুজন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়েছে ঘটনাস্থলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এ বিষয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষ করে মোটর সাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকে মাঠে রয়েছে পুলিশ।